Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

 

 

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে উপসহকারী কৃষি কর্মকর্তা বসেন।

 

এবৎসর ২০১৩ ইং সনে চলমান আমন মৌসুমে ৭০০ জন কৃষককে ৫ কেজি করে   উফশী  জাতেরধানের বীজ এবং ২০ কেজি  ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়েছে এবংসহায়তা প্রাপ্ত কৃষকদের ব্যাংক একাউন্ট খোলার কাজ দ্রুত এগিয়ে চলছে । সদ্যসমাপ্ত আউশ মৌসুমে ২০০ জন কৃষককে উফশী ধানের বীজ ও ১০ জন কৃষককে নেরিকাবীজ সহায়তা দেয়া হয় এবং সহায়তা প্রাপ্ত ২০০ জন কৃষকের ১০ টাকার বিনিময়েব্যাংক একাউন্ট খোলা হয়।

কি সেবা কিভাবে পাবেন

১) ব্লকে প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কৃষকদের মাঝে নতুন জাত সম্প্রসারন।

২) উফসী জাত আবাদ বৃদ্বি সম্পর্কে কৃষকদের পরামর্শ প্রদান।

৩) আধুনিক চাষাবাদ পদ্বতি সম্পর্কে পরামর্শ প্রদান।

৪) যত্রতত্র কিটনাশক ব্যাবহার না করার জন্য পরামর্শ প্রদান।

৫) জৈব সারের ব্যাবহার বৃদ্বি সম্পর্কে পরামর্শ প্রদান।

৬) ধান ক্ষেতে পার্চিং ব্যাবহারের জন্য পরামর্শ প্রদান।

৭) অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যাবহার না করার জন্য পরামর্শ প্রদান।